জঙ্গিবাদ মোকাবিলায় দরকার সামাজিক প্রতিরোধ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ মোকাবিলায় আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘শিক্ষার উন্নত পরিবেশ : জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে সমানতালে এগিয়ে যাচ্ছে। তাই জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জঙ্গিবাদ ইসলামের পথ কি না, সেই প্রশ্ন করে নাহিদ বলেন, ‘প্রথমত এটা ইসলামের পথ কি না? ধর্মের পথ কি না? দ্বিতীয়ত হচ্ছে, তাদের প্রতি নজর রাখতে হবে এবং সর্বক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে, পরিবারে, সমাজে, সব ক্ষেত্রে যার দায়িত্ব পালন করে তাঁকে নজরের মধ্যে আনতে হবে, যাতে করে সেদিকে সে আকৃষ্ট না হয় এবং ভুলপথে না যায়।’
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক ওহিদুজ্জামানসহ রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।