সৌদি আরবে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন
সৌদি আরবের তাবুকের একটি হোটেলে সম্প্রতি তাবুক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাইমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শিহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল ওহাব ভূঁইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রধান বক্তার বক্তৃতায় সাহাবুদ্দিন শিহাব বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলাদেশের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী আজকের বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় প্রশ্নে আরো কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু পরিষদকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। সবার সুখ দুঃখে কাছে থাকতে হবে। প্রবাসীদের সমস্যা দেখলে সমাধানের জন্য সবার আগে অগ্রসর হতে হবে।
অনুষ্ঠানে তাবুক বঙ্গবন্ধু পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস আক্তারসহ জিল্লুর রহমান, শফিক উদ্দিন, নুরুল ইসলাম, আবুল কাশেম, মো. জহির, নিজাম, কিরণ, মোফাজ্জল, আবুল বাশার প্রমুখ বক্তব্য দেন।
আলোচনার পর্ব শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।