‘আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করাই হবে মূল লক্ষ্য’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘নেতৃত্বের অগ্রবাহিনীর যথাযথ কৌশল নির্ণয় করা না থাকলে কোনো আন্দোলন সফল হয় না। তাই এ সরকারকে ক্ষমতাছাড়া করে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করাই হবে মূল লক্ষ্য।’
আজ শুক্রবার রাজধানীর ভাসানী মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের আয়োজনে এক আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা জনগণকে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারব, ততদিন পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। এই কর্তৃত্ববাদী সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব ভোটে হোক আন্দোলনে হোক পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’