সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জেএসডির
জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। একই সঙ্গে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
জেএসডির প্রধান বলেন, সংসদের উচ্চকক্ষ থেকে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এর পর সেই সরকারের পরামর্শ নিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিধান করতে হবে। তিনি বলেন, একইভাবে ইসির গঠন কাঠামো ও ক্ষমতাও নির্ধারিত হবে।
বর্তমান সংসদে সরকারি দল ও জোটের যে অবস্থান, তাতে সহজেই সংবিধান সংশোধন করে এ ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেন আ স ম আবদুর রব।