২০১৭
টলিউডের প্রতীক্ষিত পাঁচ চলচ্চিত্র
নতুন বছর বরণের পালা শেষ। এবার তাই গত বছরের লাভ-ক্ষতির হিসাব চুকিয়ে টালিগঞ্জে চলছে নতুন চলচ্চিত্র মুক্তির প্রস্তুতি। ২০১৭ সালে মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রের মধ্যে বেশকিছু রয়েছে আলোচনার শীর্ষে। ভারতের চলচ্চিত্রবিষয়ক অনলাইন পাইকার ডটকম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে এমন প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রের বিস্তারিত তুলে ধরা হলো এনটিভি অনলাইন পাঠকদের জন্য।
দেবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’কে নারীর দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঋক বসু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। চলচ্চিত্রে পার্বতী এবং চন্দ্রমুখীর চরিত্র দুটিকে পাওলির দুই প্রেমিক হিসেবে দেখা যাবে। পার্বতী ও চন্দ্রমুখী চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন শুভ মুখোপাধ্যায় ও শতফ ফিগার। এ ছাড়া চুনিলালের চরিত্রে অভিনয় করেছেন জার্মান-রুশ অভিনেত্রী ইলিনা কাজন।
এরই মধ্যে ইউটিউবে ‘দেবী’র ট্রেলার মুক্তি পেয়েছে। ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পোস্ত
শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নতুন চলচ্চিত্র ‘পোস্ত’। গত বছরের ডিসেম্বরের ৫ তারিখ চলচ্চিত্রটির শুটিং আরম্ভ হয়েছে শান্তিনিকেতনে। পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্রটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়,পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন যিশু সেনগুপ্ত ও মিমি চক্রবর্তী।
এর আগে এই পরিচালকদ্বয় ‘বেলা শেষে’ এবং ‘প্রাক্তন’ নামে দুটি ছবি নির্মাণ করে সফলতা পান।
বিসর্জন
বাংলাদেশি এক বিধবা মেয়ে এবং ভারতীয় এক ছেলের প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুনির্মাতা হিসেবে পরিচিত কৌশিক গাঙ্গুলী। জয়া আহসান এবং আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে প্রধান দুই চরিত্রে। চলচ্চিত্রের কাজ শেষ। এখন চলছে ডাবিংয়ের কাজ। পয়লা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
চ্যাম্প
গত বছরের শেষের দিকে শুটিং আরম্ভ হয় দেব প্রযোজিত ‘চ্যাম্প’ চলচ্চিত্রের। পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। বক্সিংয়ের ওপর নির্মিত ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন নবাগতা রুক্সিনী মৈত্র।
চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাবে, ১২ বছররের একটি ছেলে রাস্তার পাশের ডাস্টবিন থেকে একজোড়া বক্সিং গ্লাভস খুঁজে পায়। সে ওই গ্লাভস নিয়ে যায় একটি স্থানীয় দোকানে বিক্রি করতে। সেখানে টিভিতে মোহাম্মদ আলীর বক্সিং দেখতে পায়। তারপর ছেলেটি বক্সার হওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনী।
বস টু
টালিগঞ্জের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘বস’। ২০১৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ব্যবসায়িক সফলতার পর জিৎ-ভক্তরা দাবি জানিয়ে আসছিল সিক্যুয়াল নির্মাণের জন্য। ভক্তদের ইচ্ছে পূরণ করতেই জিৎ এবার হাজির হচ্ছেন ‘বস টু’ নিয়ে। ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে প্রযোজনা করবে চলচ্চিত্রটি। জিতের বিপরীতে নুসরাত ফারিয়া অভিনয় করবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভশ্রীকে নেওয়ার বিষয়ে মতামত পোষণ করছে। কারণ ‘বস’-এ জিতের বিপরীতে শুভশ্রী অভিনয় করেছিলেন।
অভিনয়শিল্পীর পরিবর্তন করা হলেও পরিচালক পরিবর্তন হচ্ছে না। বাবা যাদব থাকছেন পরিচালনার দায়িত্বে।
উপরে উল্লেখিত চলচ্চিত্র ছাড়াও আরো বেশকিছু আলোচিত চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে টালিগঞ্জের চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই চলচ্চিত্রগুলো সারা বছর আলো ছড়াবে। সেই সঙ্গে এগিয়ে নেবে টালিগঞ্জ চলচ্চিত্রকে।