নেত্রকোনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সত্যজিৎ দাস সৈকতকে (২৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত সৈকত শহরের নিউ টাউন এলাকার বীর মুক্তিযোদ্ধা শংকর দাসের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর শহরের নাগড়া এলাকার জেলা পরিষদ কার্যালয়ের পাশে ঈদগাহ মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়।
সন্ত্রাসীরা সৈকতের মাথা, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত করার পর তারা সৈকতকে গাড়িতে তুলে অন্যত্র নিতে চাইলে সৈকতের প্রতিবেশী বন্ধু ছাত্রলীগকর্মী শাওন, শুভ ও রাজীব তাঁকে উদ্ধার করেন। তাঁরা সৈকতকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শুভ, শাওন ও রাজীব এসব তথ্য জানিয়ে বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা অনেকেই পৌর এলাকার বাসিন্দা। অতীতেও তারা সৈকতকে হত্যার হুমকি দিয়েছে। তবে সৈকত ওই হুমকি আমলে নেননি।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহনূর আলম জানান, জেলা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় সৈকত আহত হন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান ওমির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হামলার ঘটনা আমি শুনেছি। বিস্তারিত পরে বলতে পারব।’
এদিকে রাতে ঘটনার পরেই সৈকতকে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সৈকতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।