বিএনপির টিকে থাকাই কঠিন : এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির অবস্থা করুণ, তাদের টিকে থাকাই কঠিন।
আজ সোমবার দুপুরে রংপুরে সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। তিন দিনের সফরে এখন রংপুরে আছেন তিনি।
আলাপকালে সাংবাদিকদের একজন এরশাদকে প্রশ্ন করেন, ‘বিএনপি বলছে, এই সংসদ অবৈধ। আর এই সংসদে যদি আইন করে নির্বাচন কমিশন করে, তবে তারা সেটা মানবে না…।’ এ সময় এরশাদ ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, ‘এইসব পুরানা কথা বলো কেন?’
তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাদের মানা না মানায় কিছু যায়-আসে না। তাদের অবস্থা খুব খারাপ। করুণ অবস্থা। তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকাই কঠিন। অতএব, তাদের না মানায় কিছু যায়-আসে না।’
এরশাদ আরো বলেন, ‘বিএনপির অবস্থা তো ভালো না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারা আন্দোলন করতে পারছে না, সমাবেশ করতে পারছে না। সেই জায়গায় আমি মনে করি, আমরা উঠে এসেছি অনেকটা।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা অনেক ভালো এবং দলটি আগামী সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে।
রংপুর শহরে এরশাদের পল্লীনিবাসের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টির কেন্দ্রীয়, রংপুর জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।