এমপি লিটন হত্যায় এবার জামায়াত নেতা রিমান্ডে
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের আমির সাইফুল ইসলামের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার বিকেল ৪টার দিকে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ডের আগে ওই নেতার শারীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। এর মধ্যে সাইফুল ইসলামও ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘আদালতে ওই জামায়াত নেতার সাতদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এ নিয়ে এমপি লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোট সাতজনকে রিমান্ডে পেয়েছে। গতকাল এ মামলায় ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া ৩২ জনকে আটক করা হয়েছে এ মামলায়।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় এমপি লিটন ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়িতে আসে। তারা হেলমেট পরা ছিল। একজন মোটরসাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। অপর দুই যুবক ঘরে ঢুকেই এমপি লিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।