সন্তানদের অনুষ্ঠানে ঐশ্বরিয়া, অভিষেক ও আমির খান
বলিউড তারকা আমির খানই শুধু নন, তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনও সম্প্রতি হাজির হন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। না, নিজেদের ছবির প্রচার বা শুটিংয়ের জন্য নয়; নিজেদের সন্তানদের অংশগ্রহণকে উৎসাহিত করতেই স্কুলে হাজির হন এই বলিউড তারকারা। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের আরাধ্য আর আমিরপুত্র আজাদ দুজনই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এই বার্ষিক অনুষ্ঠানে আরাধ্য ও আজাদ তাদের বন্ধুদের সঙ্গে একটি সমবেত গানে অংশ নেয়। লাল রঙের পোশাকে এই তারকা শিশুরা অন্য শিক্ষার্থীদের সঙ্গে গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখে।
মজার বিষয় হলো, বলিউড এই তারকারা মঞ্চে গিয়ে তাঁদের সন্তানদের সঙ্গে ‘ধুম মাচালে’ ও ‘রক এন রোল সোনিয়ে’ গানে নাচেন এবং অন্যান্য সাধারণ মা-বাবার মতো তাঁরাও তাঁদের সন্তানদের সঙ্গে ছবি তোলেন এবং ভিডিও করেন।
অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্য ও আমির খানের ছোট ছেলে আজাদ দুজনেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে। অভিষেক ও ঐশ্বরিয়ার ফ্যান ক্লাবের ফেসবুক পেজে ভক্তদের জন্য এই ইভেন্টের ছবি ও ভিডিও পোস্ট করা হয়। একেবারে সামনের সারিতে বসে এই তারকারা তাঁদের সন্তানদের অনুষ্ঠান উপভোগ করেন। ভিডিওতে দেখা যায়, স্কুলটির চেয়ারপারসন নীতা আম্বানিও বলিউডের এই তারকাদের সঙ্গে বসে আছেন।