রাজশাহীতে বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে গণ-অনশন
রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মহানগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে এ গণ-অনশন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, গত ১১ ডিসেম্বর একই দাবিতে মহানগর এলাকায় আধাবেলা হরতাল পালন করা হয়েছে। কিন্তু এরপরও সিটি করপোরেশনের টনক নড়েনি। তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। নগর কর্তৃপক্ষ কারো সঙ্গে এ ব্যাপারে আলোচনার প্রয়োজন মনে করেননি।
অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স এখনো বহাল রেখেছে। তাই আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অনশন কর্মসূচি পালন করা হলো। এরপরও নগর কর্তৃপক্ষ দাবি না মানলে কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় মহানগরীতে আন্দোলনকারী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা।
গণ-অনশন কর্মসূচিতে রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সংগঠনের সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।