কুমিল্লায় ৫ অস্ত্র উদ্ধার, আটক ৭
কুমিল্লা মহানগরীতে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে সাতজনকে।
গতকাল শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া র্যাব ১১-এর ওই অভিযান শেষ হয় আজ রোববার দুপুর ১২টায়।
আটককৃতরা হলেন সালাউদ্দিন কালু, মামুন, বাবু, ফজলে রাব্বি, বিল্লাল হোসেন, নাহিদ ও সাব্বির।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে গতকাল রাতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি কাটা রাইফেলসহ সালাউদ্দিন কালুকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে মোট দুটি কাটা রাইফেল, তিনটি একনলা বন্দুক, একটি রামদা, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি কার্টিস উদ্ধার করা হয়েছে। তারা ধর্মপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি করেন র্যাব কর্মকর্তা।
তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, অস্ত্রগুলো তারা বহন করলেও এর মালিক অন্যরা। তারা সবাই দিনমজুর।