আদালতে বিচারক, কড়া নিরাপত্তা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় করা দুই মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। সকাল সাড়ে ৮টার দিকে আদালতে প্রবেশ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। তবে মামলার আইনজীবীদের এখনো আদালতে প্রবেশ করতে দেখা যায়নি।
এদিকে, রায়কে ঘিরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ এবং বিভিন্ন সংস্থার সদস্যদের গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। আদালতের আশপাশ এবং প্রধান সড়কসহ সব স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে। সকাল থেকে শুধু গণমাধ্যমকর্মী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসমাইল এনটিভি অনলাইনকে জানান, রায় ঘোষণা উপলক্ষে সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জলকামানসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
রায় ঘোষণার কারণে পুরো নারায়ণগঞ্জ শহরেই বেশ নীরবতা বিরাজ করতে দেখা গেছে।