ঢাকা দক্ষিণ সিটির ফুটপাতে উচ্ছেদ অভিযান
ফুটপাতের হকারদের অবৈধ দোকান উচ্ছেদে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে রাজধানীর গুলিস্তানের আশপাশের এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কয়েকদিন ধরে দক্ষিণ সিটি এলাকায় উচ্ছেদ অভিযান চলছে।
তবে হকারদের পুনর্বাসন ছাড়াই ফুটপাতের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়েছেন হকার সমন্বয় পরিষদের নেতারা।
এদিন রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় ফুটপাতের হকারদের দোকান উচ্ছেদ শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় রাস্তার পাশে হকারদের অস্থায়ী এবং অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব বলেন, ঢাকা দক্ষিণের সব ফুটপাত দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেন অভিযান চলবে।
এর আগে আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের ১৬টি সংগঠনের জোট হকার সমন্বয় পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে হকার নেতারা বলেছেন, তাঁদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চলতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হকার সমন্বয় পরিষদ।
হকারদের পুনর্বাসন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমাবেশে উপস্থিত বক্তারা। বৃহস্পতিবার বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সমাবেশ থেকে।