দ্বিতীয় টেস্টেও উপেক্ষিত রুবেল?
ওয়েলিংটনে প্রথম টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর মধ্যে অভিষেক হয়েছিল দুজনের—তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়ের। আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি এর আগে দুই টেস্ট খেলেছিলেন। দলে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন থাকলেও তাঁকে কেন একাদশে রাখা হয়নি, তা নিয়ে কম সমালোচনা হয়নি।
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দলে তিনি থাকবেন কি না, এখন আলোচনা শুরু হয়ে গেছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, প্রথম টেস্টে তিন পেসারের পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই দ্বিতীয় টেস্টের দলেও রাখা নাও হতে পারে রুবেলকে।
অবশ্য এ সফরের টি-টোয়েন্টিতে রুবেলের পারফরম্যান্স ছিল যথেষ্টই ভালো। তা ছাড়া গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই কন্ডিশনের ভালো করার অভিজ্ঞতা থাকায় তাঁকে একাদশে রাখার জোরালো দাবি উঠলেও কোচের কাছে তিনি বরাবরই উপেক্ষিত।
কেন রুবেলকে একাদশে নেওয়া হচ্ছে না? বুধবার ক্রাইস্টচার্চে এমন প্রশ্নের জবাবে অনেকটাই বিরক্ত হয়ে সংবাদমাধ্যমে হাথুরুসিংহে বলেন, ‘রুবেলকে কেন একাদশে নেওয়া হলো না, এর জন্য কাউকে যুক্তি দিয়ে বোঝানোর প্রয়োজন নেই আমার। দলের ভালোর জন্য যা ভালো করা প্রয়োজন, তা-ই আমাকে করতে হবে।’
এর আগে ২৩ টেস্টে খেলেছেন রুবেল। নিয়েছেন ৩২ উইকেট। তাঁর সেরা পারফরম্যান্স ১৬৬ রানে ৫ উইকেট। ২০১০ সালে হ্যামিলটনে জিম্বাবুয়ের বিপক্ষেই এই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।