তিন মাস ধরে মারামারি শিখছেন আলভিরা ইমু
দ্বৈত পরিচালক অপূর্ব-রানার নতুন ছবি ‘এক রাতের জন্য’ ছবিতে নায়িকা হয়ে আসছেন নবাগত আলভিরা ইমু। আজ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নায়ক এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন পরিচালক। আগামী মার্চ মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবির জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে চলছেন এই নতুন অভিনেত্রী।
আলভিরা ইমু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আজ সকালে অপূর্ব-রানার নতুন (এক রাতের জন্য) ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী মার্চ মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমান সময়ে ভালো চলচ্চিত্র হচ্ছে। আমার মনে হয় সামনে আরো ভালো ছবি হবে। আমিও চলচ্চিত্রের এই সময়ে নিজেকে যুক্ত রাখতে চাই।’
চলচ্চিত্রের জন্য নিজের প্রস্তুতি নিয়ে ইমু বলেন, ‘আমি চলচ্চিত্রের জন্য এক বছর ধরেই নিজেকে তৈরি করছি। এর মধ্যে ভারতে গিয়ে আমি অভিনয় এবং নাচের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। বাসায় নিয়মিত প্র্যাকটিস করছি। এফডিসি থেকে একজন কোরিওগ্রাফার বাসায় এসে নাচ প্র্যাকটিস করাচ্ছেন। এ ছাড়া সিনিয়র একজন ফাইট ডিরেক্টর আমাকে ফাইট শেখাচ্ছেন তিন মাস ধরে।’
ইমু আরো বলেন, ‘আমি জানি চলচ্চিত্র অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করতে চাইলে নিজেকে তৈরি করে আসতে হবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ছবিতে কাজ করব, তখন থেকেই আসলে নিজে থেকেই চেষ্টা শুরু করে দিয়েছি।’
‘এক রাতের জন্য’ ছবিটি কবে থেকে শুরু হবে জানতে চাইলে পরিচালক জুটি অপূর্ব-রানা বলেন, ‘আগামী মার্চ মাস থেকে আমরা ছবির শুটিং শুরু করব। ছবিতে নায়ক কে থাকবে সেটি এখনো ঠিক হয়নি। দু-একজনের সঙ্গে কথা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নায়ক কে হবে তা জানাতে পারব।’
আলভিরা ইমুকে নিয়ে অপূর্ব-রানা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে এখন শিল্পী সংকট চলছে। এমন সময় ইমুর মতো ভালো পরিবারের মেয়ে দরকার। আমি মনে করি এই ধরনের পরিবারের মেয়েরা চলচ্চিত্রে ভালো কিছু করতে পারবে।’
২০১৫ সালের জুন মাসে ‘জানে মন তুই জীবন’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইমু। সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা করার কথা ছিল শাহ আলম মণ্ডলের। এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল ইমুকে। সে সময় কিছু আপত্তি দেখিয়ে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি।