সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিঠা উৎসব
ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের টেপাখোলা এলাকায় সরকারি শিশু পরিবার (বালিকা) মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ উৎসবে পিঠা খাওয়ার পাশাপাশি শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
উৎসবে ধূপি, সেমাই, রসে ভেজানো চিতইসহ ১০ ধরনের পিঠা শিশুদের মধ্যে পরিবেশন করা হয়। আর এ আয়োজনে খুশি হয় অবহেলিত শিশুরা।
ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান জানান, সরকারি শিশু পরিবারের পিতৃ-মাতৃহীন, সুবিধাবঞ্চিত ও অবহেলিত ১৭৫ বালিকা পিঠা খাওয়ার উৎসবে উপস্থিত হয়। এ বছরই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।