‘গোপন’ কথা ফাঁস করলেন শাহরুখ
‘এটি একটি গোপন কথা। আমি কোনো সাক্ষাৎকারে এর আগে এই কথা কখনো বলিনি।’ এভাবেই নিজের গোপন কথা ফাঁস করার আগে ভূমিকা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই ‘গোপন’ কথায় তিনি খুলে বলেন ক্যারিয়ারের শুরুতে কেন ‘ডর’ ও ‘বাজিগরে’র মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন। শাহরুখের বরাত দিয়ে কথাটি জানিয়েছে এনডিটিভি।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শারহরুখের। এর ঠিক এক বছর পর, ২৬ বছর বয়সী শাহরুখকে ‘বাজিগর’ ও ‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর ১৯৯৪ সালে ‘আনজাম’ ছবিতেও মাধুরীর সঙ্গে খলচরিত্রে অভিনয় করেছেন এই রোমান্টিক হিরো।
প্রেমের দৃশ্যে যিনি মাত করে দেন সব নারী হৃদয়কে তিনি কেন খলনায়েকর চরিত্রে অভিনয় করতে গেলেন? এই প্রশ্নের উত্তরই দেন শাহরুখ, বলেন, ‘এটা আমার জন্য খুব একটা সাহসী বিষয় ছিল না, বাজিগরের ভিকি বা অজয় কিংবা ডরের রাহুলের চরিত্র বেছে নেওয়া।’
“যেখানে অন্যরা না বলে দিয়েছিল সেখানে আমি এই চরিত্রগুলোতে অভিনয়ের জন্য রাজি হয়েছিলাম, এর পিছনে যথেষ্ট কারণ ছিল। ‘ডর’ ও ‘বাজিগর’-এ কাজ করেছিলাম কারণ আমি ভাবতাম আমি নায়কের মতো দেখতে না। তাই খলনায়ক হিসেবেই কাজ করি। আমি এই ছবিগুলোতে এজন্য অভিনয় করিনি যে, আমি খুব সাহসী অথবা এই কারণে না যে আমি জানতাম এটা সহজেই আমি পরব, আমি খুব ভালো অভিনেতা।” অকপটে স্বীকার করেন শাহরুখ।
শাহরুখকে নাকি একদিন এক পরিচালক বলেছিলেন, ‘তুমি খুবই সাধারণ, দেখতেও সুন্দর না। আমি যেকোনো চরিত্রে তোমাকে ব্যবহার করতে পারি।’ শাহরুখ খান তখনই বুঝে গিয়েছিলেন, অভিনয় দিয়েই জায়গা করে নিতে হবে।
শাহরুখ বলেন, ‘আমি ওসব চরিত্রে কাজ করেছি কারণ আমি শুধু অভিনয় করতে চেয়েছি। এর মানে এই নয় যে আমি ঋষি কাপুর অথবা অমিতাভ বচ্চন হতে চেয়েছিলাম কিংবা এমন কোনো বিষয় ছিল না যে আমি সালমান খান বা আমির খান হতে চেয়েছিলাম। তাঁরা অনেক আগে থেকেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আমি শুধু অভিনয় করতে চেয়েছিলাম কারণ আমি মনে করতাম যে, কিছুটা হলেও আমি অভিনয় জানি।’
বলিউডে কাজ করতে হলে দেখতে সুন্দর হতে হবে বা ইন্ডাস্ট্রিতে আগে থেকে যুক্ত থাকতে হবে এমনটা মনে করেন না শাহরুখ। তিনি বলেন, ‘আমার এই দুটোর কোনোটাই ছিল না।’ কাজেই নতুনদের উদ্দেশ্যে শাহরুখের উপদেশ, ‘বাইরের দুনিয়ার ধৃষ্টতা ও মানদণ্ড নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’