তরুণীর মামলায় আদালতে আরাফাত সানি
ফেসবুকে ফেক (নকল) আইডি খুলে তরুণীর আপত্তিকর ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানিকে আদালতে হাজির করা হয়েছে।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে বিকেল ৩টায় রিমান্ড অথবা জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আরাফাত সানিকে আদালতে হাজির করা হয়েছে। তবে রিমান্ডের কোনো কাগজ এখনো পাইনি। তবে কিছুক্ষণের মধ্যে পাব। বিকেল ৩টায় তাঁর শুনানি হওয়ার কথা রয়েছে।’
আজ সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহইয়া আহমেদ।
ইয়াহইয়া আহমেদ জানান, আরাফাত সানি ফেসবুকে তাঁর বান্ধবীর নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি। ওই তরুণী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে আরাফাত সানিকে।
গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ইয়াহইয়া আহমেদ।