দুই বছর আগে আরাফাত সানির সঙ্গে বিয়ে হয় : এজাহারে তরুণী
ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হন বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন তরুণী।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের সম্মতিতে তাঁরা বিয়ে করেন।
এজাহারে তরুণী বলেন, প্রায় সাত বছর আগে আরাফাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর সূত্র ধরে দুজনের মধ্যে যে ঘনিষ্ঠতা হয়, তার একপর্যায়ে পরস্পরকে ভালোবেসে ২০১৪ সালের ৪ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। কিন্তু বিষয়টি তাঁরা অভিভাবকদের জানাননি।
তরুণী বলেন, ‘বিগত দিনে সে (আরাফাত) আমাকে বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার জন্য বলে। কিন্তু কিছুদিন হলো সে এ বিষয়ে কোনো কর্ণপাত করে না। সে নানা রকম অজুহাত দেখায়, কালক্ষেপণ করতে থাকে। যখন আমার পরিবার থেকে তুলে নেওয়ার কথা বলে, তখন সে সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা করে।’
এজাহারে আরো উল্লেখ করা হয়, ‘এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সে আমার নাম নাসিরন সুলতানা নামে তার ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ফেসবুকে আইডি খোলে। এর পর তাঁর কাছে থাকা আমাদের দুজনের কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে এবং আমার একক কিছু ছবি আমার ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। এর পর সে আমাকে নানা রকম হুমকি দিতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করেছি।’
আজ রোববার সকালে রাজধানীর আমিনবাজার থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।