সাত খুন মামলার রায়ের কপি হাইকোর্টে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ২৬ জনের মৃত্যুদণ্ড ঘোষণার রায়ের কপি হাইকোর্টে পৌঁছেছে।
আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের প্রতিনিধি রায়ের কপি হাইকোর্টে নিয়ে যান। আদালতের আদান-প্রদান শাখা কপিটি গ্রহণ করে।
এরপর ১৬৫ পৃষ্ঠার রায়ের কপিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের স্বাক্ষরের পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান, রায়ের কপি আদালতে এসে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী কপিটি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হবে। এর পর পেপারবুক তৈরির কাজ চলবে।
চলতি বছরের মধ্যেই এ মামলার শুনানি শেষ হবে বলে আশা প্রকাশ করেন সাব্বির ফয়েজ।
এর আগে আজ দুপুর ১টার পর নারায়ণগঞ্জ আদালত থেকে রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে রওনা দেন সংশ্লিষ্টরা।