মেয়েটা এগুলো করে খায়, দাবি সানির মার
ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে করা মামলার বাদী নাসরিন সুলতানাকেই দোষারোপ করলেন সানির মা নার্গিস আক্তার। তাঁর দাবি, ‘মেয়েটি ভালো না।’
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আজ রোববার গ্রেপ্তার হয়েছেন জাতীয় দলের অন্যতম অফ স্পিনার আরাফাত সানি।
ছেলের গ্রেপ্তারের ব্যাপারে নার্গিস আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের তদন্ত কর। ওই মেয়ের তদন্ত কর। তোমাদের কাছে অনুরোধ। এই মেয়েটা কী। সানির কী হয় ওই মেয়েটা? মামলা দিল। মেয়েটা তো ভালো না। মেয়েটার কোয়ালিটি খারাপ। মেয়েটা এগুলো করে খায়। কত লাখ টাকা মেয়েটা থানায় দিয়েছে।’
গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে।
আজ গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় ক্রিকেটার সানিকে। ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।