জামিন পেলেন গাইবান্ধার ৭১ সাঁওতাল
গাইবান্ধায় সাঁওতালদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা চার মামলায় ৭১ সাঁওতালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাঁওতালদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান, অ্যাডভোকেট সামিউল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ এবং সাঁওতালদের মধ্যে সংঘর্ষে তিন সাঁওতাল নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে। সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগেও অজ্ঞাত পরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা হয়।