সাকিব-তামিমদের ক্যাচ ধরা শেখাবেন জন্টি রোডস
এবারের নিউজিল্যান্ড সফরে এক রকম ব্যর্থই হয়েছে বাংলাদেশ দল। ব্যক্তিগত কিছু অর্জন বাদ দিলে পাল্লাটা ভারি হবে ব্যর্থতারই। তবে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ছিল ক্রিকেটারদের বাজে ফিল্ডিং। পুরো সফরে দলের খেলোয়াড়রা ১৮টি ক্যাচ মিস করেছেন!
বাংলাদেশ দলের সাফল্য না পাওয়ার অন্যতম প্রধান করাণ ফিল্ডিংয়ে এই ব্যর্থতা। বিষয়টি নিয়ে নড়ে-চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিল্ডিংয়ে সাকিব-তামিমদের দক্ষতা বাড়াতে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসের দ্বারস্থ হচ্ছে বিসিবি।
মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ফিল্ডিংয়ে দক্ষতা বাড়াতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন জন্টি রোডস। তবে কবে দলের তিনি যোগ দেবেন তা জানাননি বিসিবি প্রধান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘নিউজিল্যান্ড সফরে আমাদের খেলোয়াড়রা প্রচুর ক্যাচ মিস করেছেন। আমি বলব পুরো দলের ফিল্ডিংটা বাজে হয়েছে। তাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের খেলোয়াড়দের ফিল্ডিংয়ে দক্ষতা বাড়াতে জন্টি রোডসই আমাদের জন্য যোগ্য ব্যক্তি।’
অবশ্য এ আগে ২০০৯ সালে একবার বিসিবি ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে পেতে চেয়েছিল। কিন্তু তখন তিনি রাজি হননি। এবার হয়তো বাংলাদেশে আসছেন তিনি।
বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ হিসেবে এখন কাজ করছেন রিচার্ড হ্যালসল। তাঁর সঙ্গে নতুন করে যোগ দিতে পারেন জন্টি রোডস।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২ টেস্ট ও ২৪৫টি ওয়ানডে খেলেছেন জন্টি রোডস। এখন তিনি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।