রামপাল চুক্তি বাতিলের দাবিতে হরতাল পালনের আহ্বান
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আগামীকাল রাজধানীতে হরতাল পালনের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। রামপাল চুক্তি বাতিলের দাবিতে ওই হরতাল আহ্বান করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা ওই হরতালে সমর্থন দিয়েছে গণসংহতি আন্দোলন। সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
হরতাল সফল করতে আজ বুধবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় প্রচার চালানো হয়।
হরতালের প্রচারে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া ও রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
হরতালের প্রচারপত্র বিলি ও গণসংযোগের সময়ে জোনায়েদ সাকি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। রাষ্টীয় কোষাগারের টাকা অপচয় করে বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়েও তারা সফল হতে পারেনি।’
আগামীকালের হরতালে জনগণ রাজপথে অবস্থান নিয়ে তার প্রমাণ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, ‘আগামীকালের হরতালে কোনো প্রকার নাশকতার ঘটনা ঘটলে তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’