পরীক্ষার্থী আছে, শিক্ষার্থী নেই : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শহরের ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেমেয়েরা যে লেখাপড়া শিখছে, গ্রামের ছেলেমেয়েরা তা শিখছে না।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘জ্ঞানের ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হচ্ছে তা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে, যদি না আমরা এ বিষয়ে সতর্ক হই।’
সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, ‘সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু কতটুকু শিখছে সেটা আমরা জানি না। ফলে অনেকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। এখন গ্রেড পাওয়া নিয়েই শিক্ষক-অভিভাবকদের মাথাব্যথা। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন জিপিএ ৫, গোল্ডেন ৫ না পেলে জীবন বৃথা। এ জন্য আমি মাঝেমধ্যেই দুঃখ করে বলি দেশে এখন পরীক্ষার্থী আছে,শিক্ষার্থী নেই।‘
আসাদুজ্জামান নূর আরো বলেন, ‘শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিন্তু এখন আমরা দেখছি, কোনো রকমে স্কুলে যাওয়া। আর স্কুল শেষে কোচিং করা। কোচিংয়ে দেশ ছেয়ে গেছে।’
শতবর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডল, শিক্ষাসচিব সোহরাব হোসেন, সমাজকল্যাণসচিব জিল্লার রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।