হরতালে পুলিশের হামলার প্রতিবাদে রাবিতে নিন্দা, বিক্ষোভ মিছিল
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে রাজধানীতে ডাকা হরতালে পুলিশের হামলার নিন্দা এবং আটক সাংস্কৃতিককর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রগতিশীল ছাত্রজোট। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ওই সংগঠন।
সমাবেশে উপস্থিত বাংলাদেশে ছাত্র ফেডারেশনের রাবি শাখার সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির হরতালে ঢাকায় কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে অনেকেই আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন সাংস্কৃতিককর্মীদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁরাও গুরুতর আহত ও আটক অবস্থায় আছে। এর প্রতিবাদে রাবির প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি।’
তমাশ্রী দাস আরো বলেন, ‘পরবর্তী সময়ে জাতীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করবে, তাতেও আমরা একাত্মতা ঘোষণা করছি। সেই সঙ্গে আটককৃতদের নিঃশর্ত মুক্তি এবং আজকের ঘটনার নিন্দা জানাচ্ছি।’
হরতালের সমর্থনে রাজধানীতে ভোর থেকে শাহবাগে অবস্থান নেয় জাতীয় কমিটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে এবং ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপ করে। জবাবে ইটপাটকেল ছোড়ে হরতাল সমর্থকরা।