শাহবাগে পুলিশের পিটুনির শিকার দুই সাংবাদিক
রাজধানীর শাহবাগে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে পিটিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটেছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালের সংবাদ সংগ্রহ করছিলেন দুজন।
আহত সংবাদকর্মীরা হলেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম।
আহত সাংবাদিক এহসান বিন দিদার জানান, অর্ধদিবস হরতালের সংবাদ কাভার করার জন্য তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ মণ্ডলের নেতৃত্বে চার-পাঁচজন পুলিশ সদস্য তাঁদের ওপর হামলা চালান। কী কারণে হামলা, তা তাঁরা বুঝতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হামলায় ক্যামেরাম্যান আবদুল আলিমের চোখের ওপরের অংশ কেটে গেছে। রিপোর্টারের হাত এবং পায়ে আঘাত লেগেছে।
এই বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কীভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। কারণ তিনি সে সময় ওই স্থানে ছিলেন না। তবে ঘটনাস্থলের পাশে একটি ভিডিও ক্যামেরা আছে। সেই ক্যামেরার ভিডিও ফুটেজটি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি সত্যি পুলিশের কেউ জড়িত থাকে তবে তাদের অবশ্যই বিচার করা হবে।