র্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মাশরাফি
হতাশার নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে ব্যক্তিগত কিছু নৈপুণ্যের কারণে নিউজিল্যান্ড সফরটা স্মরণীয় হয়ে থাকবে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। মুশফিকের সঙ্গে সাকিবের ৩৫৯ রানে জুটির গল্পটা মহাকাব্যের চেয়ে কম নয়। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো লিড, সৌম্য সরকারের রানে ফেরা, ওয়ানডে সিরিজে মাশরাফির দুর্দান্ত বোলিং, একের পর টাইগার ক্রিকেটারদের ইনজুরিতে পড়া—সবই ছিল এই সিরিজের চিত্র।
ওয়ানডে সিরিজে কোনো ম্যাচে জয় না পেলেও র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক উঠে এসেছেন ১৩তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬১৪। তবে সার্বিক দিক দিয়ে অবশ্য পিছিয়ে পড়েন মাশরাফি। গত বছরের অক্টোবরে নয়ে উঠে এসেছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। এর পরই অবশ্য শীর্ষ দশের বাইরে চলে যান ম্যাশ। গত মাসে করা র্যাংকিংয়ে ১৪তম অবস্থানে ছিলেন তিনি।
বোলিং র্যাংকিংয়ে ৬৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফির পর রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫৩৪ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে রয়েছেন এই বোলার। আর আরাফাত সানির অবস্থান ৫৫তম।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। পরের নামটি তামিম ইকবালের। ৬১৯ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে রয়েছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
সৌম্য সরকার ৩০, সাকিব আল হাসান ৩৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৫৫তম স্থানে। এ ছাড়া ইমরুল কায়েস ৭৩ ও সাব্বির রহমান রয়েছেন ৮০তম স্থানে।
প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। গত ১১ ওয়ানডেতে ছয়টি শতক করে বিস্ময়করভাবে শীর্ষস্থান দখল করলেন অসি ওপেনার।
ওয়ার্নারকে জায়গা দিতে এক ধাপ করে নিচে নেমে গেছেন ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। পাঁচ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। ২৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।