শান্তিচুক্তি বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন সংস্কৃতিমন্ত্রী
পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত দুদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসবে এ মন্তব্য করেন মন্ত্রী।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এ উৎসবের আয়োজন করে।
এ সময় পাহাড়ি মানুষজনের জন্য সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী। পার্বত্য অঞ্চলে তাদের জন্য আলাদা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি। আর দেশের সবার সঙ্গে তাল মিলিয়ে তাঁরাও যেন এগিয়ে যেতে পারেন, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জনসংহতি সমিতির নেতা সন্তু লারমা।