নীরব আমাকে সাহায্য করেছেন : কবিতা রাধেশ্যাম
তিনি ভারতের কিম কার্দেশিয়ান নামে পরিচিত। দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা হলেও অভিনয় করেছেন বলিউডের ছবিতে। বলছি কবিতা রাধেশ্যামের কথা। চলতি বছর মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘শয়তান’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা নীরব। নীরবের প্রসঙ্গ ছাড়াও কবিতা চলচ্চিত্রটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
এনটিভি অনলাইন : আপনার নতুন ছবি ‘শয়তান’ আসছে চলতি বছর। চরিত্র সম্পর্কে বলুন।
কবিতা রাধেশ্যাম : আমি একজন শিয়া সম্প্রদায়ের আবেগ প্রবণ মুসলিম নারী, এমন এক চরিত্রে অভিনয় করছি। বলতে পারেন খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র।
এনটিভি অনলাইন : চলচ্চিত্রটিতে বাংলাদেশি অভিনেতা নীরবের বিপরীতে অভিনয় করেছেন। তাঁকে কীভাবে মূল্যায়ন করবেন?
কবিতা রাধেশ্যাম : ছবিটিতে নীরব একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাক্রমে আমি তাঁকে ভালোবেসে ফেলি এবং পারিবারিক বাধা পেরিয়ে বিয়ে করি দুজন। চরিত্রটিতে সে খুব ভালো অভিনয় করেছেন। এক কথায় অসাধারণ। খুব পরিশ্রমী একজন অভিনেতা তিনি। বলিউডের অনেকে তাঁর প্রশংসা করছেন। অনেকে বলছেন তিনি শাকিব খানের থেকে ভালো অভিনেতা।
এনটিভি অনলাইন : শাকিব খানের সঙ্গে নীরবের তুলনা কেন?
কবিতা রাধেশ্যাম : কারণ সংবাদ সম্মেলনের আগে বলিউড মিডিয়া ইন্টারনেটে বাংলাদেশের সেরা অভিনেতা সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। তাদের মতে নীরব তাঁর থেকে অনেক এগিয়ে।
এনটিভি অনলাইন : আপনি কি শাকিব খানকে চেনেন বা তাঁর অভিনীত কোনো চলচ্চিত্র দেখেছেন?
কবিতা রাধেশ্যাম : আমি তাঁর সম্পর্কে জানি না। তাঁর কোনো ছবিও দেখিনি।
এনটিভি অনলাইন : যখন ‘শয়তান’ চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পেলেন তখন কি মনের ভেতর কোনো দ্বিধা কাজ করছিল?
কবিতা রাধেশ্যাম : আমি প্রথমে কিছুটা ভয়ে ভয়ে ছিলাম। কারণ ছবিটির কাহিনী বিতর্কিত একটি বিষয় নিয়ে গড়ে উঠেছে। পরে যখন ফয়সাল সাইফ এবং সামির খান চিত্রনাট্য সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বললেন তখন ভয়টা কেটে যায়। এ ক্ষেত্রে নীরব আমাকে বেশ সাহায্য করেছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।
এনটিভি অনলাইন : ‘শয়তান’ চলচ্চিত্রটি নিয়ে আপনার প্রত্যাশার কথা জানতে চাই।
কবিতা রাধেশ্যাম : এটি এশিয়ার অন্যতম আলোচিত ছবি হবে। আপনি ‘শয়তান’ ছবিটিকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন। তবে একে এড়িয়ে যেতে পারবেন না।