রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক : বার্নিকাট
রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
বার্নিকাট বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দেশ অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি এবারসহ দুবার ক্যাম্প পরিদর্শনে আসেন। খোঁজখবর নেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া নারী-পুরুষদের। এ সময় তিনি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করবে বলেও জানান। পরে তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন।
সকাল ১০টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
লেদায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। শেষে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ও স্বজনহারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
বার্নিকাটের সঙ্গে ছিলেন আইওএমের বাংলাদেশ অফিস প্রধান শরৎ দাশ, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম।