পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি খুশির খবর : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আগের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি সরকারের সাফল্য। তবে শিক্ষার মান বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ।’ তিনি আরো বলেন, পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি খুশির খবর। তবে শিক্ষার মান বাড়াতে সরকার কাজ করছে।’
আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীতে একটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এ বছর এক লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের আরো উন্নত মানে পৌঁছাতে হবে। যদিও মান বৃদ্ধি পেয়েছে। উন্নতির দিকে একটা বড় ধাপ এগোনোর জন্য আমরা চাচ্ছি লেখাপড়ার পদ্ধতিটাকে আরো সহজ করা, সহজে উপলব্ধি করা।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে নম্বর দেওয়ার তারতম্য হবেই। এটাকে কী করে আমরা সমাধান করে নিয়ে আসতে পারি। যেন একই পদ্ধতি অনুসরণ করা হয় নম্বর দেওয়ার ক্ষেত্রে সেজন্য প্রধান পরীক্ষক যিনি থাকেন সব বোর্ডের এ রকম প্রায় দুই হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছি। মোটামুটি সমানভাবে দেখার একটা প্রচেষ্টা এটা এবার শুরু হবে। এবার হওয়ার পর আমরা যে মূল্যায়নটা করব তখন বুঝতে পারব যে সমস্যাটা কোথায় সমাধানটা আমাদের আরো কীভাবে করতে হয়।’