একদিনে বিদ্যুৎ সংযোগ দিতে চাই : প্রতিমন্ত্রী
গ্রাহককে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শনিবার সকালে রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরে মহাব্যবস্থাপকদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তাগিদ দেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে নসরুল হামিদ আরো বলেন, ‘এই মাস থেকে বিদ্যুতের সংযোগ আমরা একদিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা শুরু করতে চাই। আপনারা এরই মধ্যে শুরু করে দিয়েছেন। আপনারা বিষয়টি মাথায় রাখেন, পরিকল্পনা করেন, কীভাবে এটা করবেন।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তবে সবকিছুর অবস্থা বিবেচনা করতে হবে। কারণ যেখানে বিদ্যুৎ যায় নাই, সেখানে তো আর একদিনে সংযোগ দিতে পারব না। আর যেখানে আছে, সেখানে আবাসিক খাতে একদিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরে সরকারের টার্গেট সফল করতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাভের চেয়ে, দেশের জনগণের লাভকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার পাশাপাশি মাঠপর্যায়ে দুর্নীতি রোধে সোচ্চার হতে মহাব্যবস্থাপকদের আহ্বান জানান নসরুল হামিদ।