ফারিয়াকে নিয়ে আশাবাদী পরিচালক
আবেদনের পাল্লা তুঙ্গে নিয়েই ঢালিউডে যাত্রা শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। তবে অভিনয়শিল্পী হিসেবে তেমন প্রশংসা এখনো পাননি তিনি। তাঁর নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’ আগামী শুক্রবার মুক্তি পাবে। ছবিটির পরিচালক জাকিব হোসেন রাজু মনে করছেন, এই ছবির মাধ্যমে এবারে অভিনয়শিল্পী হিসেবেও কদর পাবেন ফারিয়া।
জাকির হোসেন রাজু এনটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে আশিটি সিনেমা হলে ছবিটির মুক্তি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য থেকে হলের সংখ্যা আরো কমানো হতে পরে। জাজ সব সিনেমা হলে প্রথমেই ছবিটি মুক্তি দিতে চায় না। কয়েক ধাপে ছবি মুক্তির চিন্তা চলছে।’
ছবিটি দর্শক কেন দেখবেন জানতে চাইলে পরিচালক বলেন, ‘বিনোদনের জন্যই দর্শক হলে যান। আমার এই ছবিতেও ভরপুর বিনোদন আছে। তা ছাড়া দর্শক সময়োপযোগী গল্প দেখতে চায়। আমি এই ছবিতে যে প্রেম দেখিয়েছি, তা একেবারেই বর্তমান সময়ের প্রেম। এটা সবার কাছে ভালো লাগবে আশা করি।’
শুভ-ফারিয়ার রসায়ন নিয়ে তিনি বলেন, ‘এরা দুজনই অনেক ভালো অভিনয় করেছে। তাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল। আমি একজন পরিচালক হিসেবে যা চেয়েছি তাই তাদের কাছ থেকে বের করে নিতে পেরেছি।’
নুসরাত ফারিয়াকে নিয়ে তিনি আরো বলেন, ‘ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছে, সেখানে তার চেয়ে হিরোর দিকে বেশি ফোকাস ছিল। কিন্তু এই ছবিতে অভিনয় শিল্পী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে। তার চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ, সে নিজেও এর জন্য অনেক চেষ্টা করেছে। ছবি শুরু হওয়ার চার মাস আগে থেকেই গল্প অনুযায়ী নিজেকে তৈরি করেছে। আমার সাথে এই কাজের বিষয়ে বারবার বসেছে। সে কাজটিও অনেক ভালো করেছে। আমি মনে করি এই ছবির মাধ্যমে সে অভিনয়ের স্বীকৃতি পাবে। দর্শক তাকে ভালোভাবে গ্রহণ করবেন।’