সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন
ভাটি বাংলার প্রাণপুরুষ হিসেবে খ্যাত, দিরাই-শাল্লা আসনের সাতবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় সুরঞ্জিতের মরদেহে মুখাগ্নি করেন তাঁর একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত।
এর আগে বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে করে সুনামগঞ্জের দিরাইয়ে পৌঁছায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সেখান থেকে তাঁর মরদেহ জগন্নাথ জিউর আখড়ায় নিয়ে যাওয়া হয়। আখড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ বাড়ির পাশের বিএনডিসি মাঠে রাখা হয়। সেখানে সর্বস্তরের হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য বাসভবনের অস্থায়ী কাষ্ঠে তোলা হয়। এরপর সেখানে মরদেহে মুখাগ্নি করেন সৌমেন সেনগুপ্ত। এ সময় তাঁদের আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েন।
এর আগে বেলা ১টায় সুরঞ্জিতের মরদেহ হেলিকপ্টারে করে সুনামগঞ্জের পুলিশ লাইনসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে। সেখানে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। প্রথমে তাঁর মরদেহে পুলিশের একটি দল গার্ড অব অনার দেয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান রহমান মানিক, জেলা প্রশাসকসহ অনেকেই।
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনজীবীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। এরপর দুপুর ২টায় মরদেহ নেওয়া হয় সুরঞ্জিতের নির্বাচনী এলাকা শাল্লায়।
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জেলায় তিনদিনের শোক পালিত হচ্ছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ জানান, ‘উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর মরদেহকে যথাযোগ্য সম্মান জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। জেলায় তিনদিনের শোক পালিত হচ্ছে।’