নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব : কবিতা
প্রথম কোনো নারী হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ পাওয়া কবিতা খানম বলেছেন, তিনি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এক প্রতিক্রিয়ায় এনটিভির কাছে এমন মন্তব্য করেন কবিতা।
গতকাল সোমবার রাতে সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এই ইসিতে কবিতা খানম ছাড়া অন্য তিন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
কবিতা খানম এর আগে রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পাওয়ার পর কবিতা খানম এনটিভিকে বলেন, ‘আমার যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এ দায়িত্ব আমি নিষ্ঠার ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। দেশের যে আইন এবং সংবিধান, তা সমুন্নত রেখেই আমি আমার কর্তব্য পালন করে যাওয়ার চেষ্টা করব।’
‘দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি দোয়া চাইব, যাতে আমার ওপরে অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে সংবিধান এবং নির্বাচন কমিশন-সংক্রান্ত আইন সমুন্নত রেখে করতে পারি।’
গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করে সার্চ কমিটি। পরে ওই পাঁচজনকে নিয়োগ করে কমিশন গঠনের অনুমোদন দেন রাষ্ট্রপতি।
এবারের নির্বাচন কমিশনে অন্তত একজন নারী সদস্য রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, ‘সার্চ কমিটিকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের নাম প্রস্তাব করার সময় অবশ্যই ন্যূনতম একজন নারী রাখতে হবে।’
রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতেও একজন নারী সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরীণ আখতার।
সার্চ কমিটি যে ১০ জনের নাম প্রস্তাব করে, তার মধ্যে দুজন ছিলেন নারী। কবিতা খানম ছাড়াও অন্যজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জারিনা রহমান খান।