‘তাসকিন হতে পারেন যেকোনো অধিনায়কের স্বপ্ন’
প্রতিপক্ষের ব্যাটসম্যানরা গড়ে ফেলেছেন বড়সড় জুটি। সেই জুটি ভাঙতে না পারলে ধীরে ধীরে ম্যাচটা ফসকে যাচ্ছে হাত থেকে। অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ। অনেক কৌশলের পরেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা। কোনো কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে অস্ত্রভাণ্ডার থেকে বের করলেন মোক্ষম অস্ত্রটি। বল তুলে দিলেন সেই বোলারের হাতে, যিনি কিনা এমন কঠিন মুহূর্তে জ্বলে উঠতে পারেন দারুণভাবে। শেষপর্যন্ত সত্যিই পাওয়া গেল উইকেটের দেখা। হাসি ফিরল পুরো দলের মুখে।
কাল্পনিক এই পরিস্থিতিতে বোলারটির নাম হিসেবে চিন্তা করুন তাসকিন আহমেদের কথা। তরুণ এই ডানহাতি পেসার যেকোনো অধিনায়কের জন্যই এমন মোক্ষম অস্ত্র হিসেবে বিবেচিত হতে পারেন বলে মনে করছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার খুব বেশি দিন হয়নি তাসকিনের। তবে এরই মধ্যে নিজের যোগ্যতা দারুণভাবে প্রমাণ করেছেন ২১ বছর বয়সী এই পেসার। বিশেষ করে নজর কেড়েছেন কিংবদন্তি পেসার ওয়ালসের। তাসকিনের ভূয়সী প্রশংসা করে ওয়ালশ বলেছেন, ‘সে দুর্দান্ত বোলার। তার পেস আছে। সে তরুণ ও প্রাণপ্রাচুর্যে ভরপুর। নিজের দিনে সে যেকোনো অধিনায়কের স্বপ্ন হয়ে উঠতে পারে।’
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বেশ কয়েকটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট অভিষেক সদ্যই হয়েছে তাসকিনের। নিউজিল্যান্ড সফরে গিয়ে খেলেছেন দুটি ম্যাচ। আর সেটা দিয়েই ভারত সফরের দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন ডানহাতি এই পেসার। এই ম্যাচগুলো দিয়ে তাসকিন নিজেকে আরো শানিয়ে নিতে পারবেন বলেই মনে করছেন ওয়ালশ, ‘এই ম্যাচগুলো তাকে আরো অভিজ্ঞ করে তুলবে। আমার মনে হয় অভিজ্ঞ হয়ে যাওয়ার পর যখন তার মধ্যে আত্মবিশ্বাস জাগবে, তখন সে নিজেকে শীর্ষে নিয়ে যেতে পারবে। তাসকিন কঠোর পরিশ্রম করতে পারে। সে যেভাবে নিজেকে প্রস্তুত করছে, তাতে আমি খুবই খুশি। মাঠে দলের জন্য সে সব কিছুই করার জন্য প্রস্তুত থাকে।’
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। সেখানে অবশ্য হাত ঘোরাতে দেখা যায়নি তাসকিনকে। চূড়ান্ত লড়াইয়ে তাসকিন সত্যিই জ্বলে উঠতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।