সকালে দরখাস্ত করলে বিকেলে বিদ্যুৎ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই সকালে দরখাস্ত করলে বিকেলে বিদ্যুতের সংযোগ পাওয়া যাবে।
আজ শুক্রবার দুপুরে বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে সংক্ষিপ্ত এক মতবিনিয়ম সভায় মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হবে। আর এটা করতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাকে আরো দুই টার্ম ক্ষমতায় রাখতে হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পরে বাংলাদেশ আর বাংলাদেশ ছিল না। শুধু পাকিস্তানের কাছে তারা জমা দিতে পারে নাই, কিন্তু পাকিস্তানের পক্ষে যা যা করা দরকার ছিল তা তারা করেছে। আওয়ামী লীগই একমাত্র দল, যে দল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য একাব্বর হোসেন, হাসান ইমাম খান সোহেল হাজারী, বেগম মনোয়ারা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ প্রমুখ।