সিইসির শপথ আজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনারের শপথ অনুষ্ঠান আজ বুধবার।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৩টায় ওই পাঁচজনকে শপথবাক্য পড়াবেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
সাব্বির বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ বুধবার বেলা ৩টায় সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়াবেন।'
গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।