গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের শ্রীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপলাইন অপসারণ করেছে।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
গাজীপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপলাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে সকাল থেকে গাজীপুরে শ্রীপুরের মাওনা মধ্যপাড়া এলাকার কয়েকটি স্পটে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ১৯০টি বাড়ির ২৯০টি অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সংযোগস্থলসহ প্রায় ১৮০০ মিটার পাইপ অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে এ সময় অন্যান্য অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।
অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাসের টিঅ্যান্ডডির মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আওয়াল, প্রকৌশলী মো. খোরশেদ আলমসহ গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে তিতাস গ্যাসের আবিডি-গাজীপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম আব্দুল ওয়াদুদ জানান, যাঁরা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যাঁরা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।