নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই : তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আগেও তারা (বিএনপি) নির্বাচন ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সামনেও হবে।’
খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে দেশে আগামী নির্বাচন হবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাগারে যাবেন কি যাবেন না, এটা সম্পূর্ণই আদালতের বিষয়। কিন্তু খালেদা জিয়ার কারাগারে যাওয়া না যাওয়ার সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব হিসেবে অনেক কিছুই বলতে হয়। এটা কতুটুকু বাস্তবসম্মত তিনি তা ভালো করেই জানেন। কথার কথা হিসেবে তিনি অনেক কিছুই বলেন। মূল কথা হলো আগামী নির্বাচন যথাসময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিএনপি বেশ ভালোভাবেই অংশ নেবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে হবে। আমেরিকাতেও ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়। কাজেই এটা নিয়ে নতুন করে আর বিতর্কের কিছু নেই। নির্বাচনকালীন নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতেই।’