চিঠিতে আপত্তিকর কিছু লিখিনি : শাওন
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে সম্প্রতি জমা পড়েছে। এখনো ছবিটি ছাড়পত্র পায়নি। এরই মধ্যে মেহের আফরোজ শাওন ছবিটি প্রসঙ্গে সেন্সর বোর্ডে একটি চিঠি পাঠিয়েছেন। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের অন্যতম সদস্য নাসির উদ্দীন দিলু।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে নাসির উদ্দীন দিলু বলেন, ‘মেহের আফরোজ শাওন বিষয়টি নিয়ে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন কিছুদিন আগেই। এ ছাড়া সেন্সর বোর্ডে তিনি চিঠিও পাঠিয়েছেন। আগামী রোববার সেন্সর বোর্ডের সদস্যদের মধ্যে শাওনের চিঠি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।’
অন্যদিকে মেহের আফরোজ শাওন এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাঁ, আমি সেন্সর বোর্ডে চিঠি পাঠিয়েছি। তবে চিঠিতে আপত্তিকর কিছু লিখিনি। আমার আশঙ্কা হচ্ছে, ছবিটি হয়তো হুমায়ূন আহমেদের জীবনী থেকে নির্মিত হয়েছে। আশঙ্কা করার পেছনে যথেষ্ট কারণও আছে। বাংলাদেশ ও ভারতের অনেক পত্রিকায় এ বিষয়ে লেখালিখি হয়েছে। এ ছাড়া ছবির অনেক শিল্পীর সাক্ষাৎকারে এ বিষয়ে আমি আভাস পেয়েছি। এখন দেখা যাক, কী হয়।’
বিষয়টি নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি বলেও জানান মেহের আফরোজ শাওন।
অন্যদিকে ফারুকী জানান, মৌলিক চিত্রনাট্য থেকে তিনি ছবিটি নির্মাণ করেছেন। সেন্সর বোর্ড থেকে তাঁর কাছে এখনো কোনো চিঠি যায়নি।
‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্ণো মিত্র ও বলিউডের ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।