সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর দাবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন বলেছেন, ‘শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশের সুপ্রিম কোর্টের সামনে গ্রিস দেবীর মূর্তি স্থাপন করা একটি কলঙ্কজনক কাজ। অচিরেই এই মূর্তি অপসারণ করতে হবে।’
আজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন মোংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে মাওলানা রুহুল আমিন এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘তা না হলে আন্দোলন করা হবে। এটি স্থাপন করে ধর্মনিরপেক্ষতা নয় বরং ধর্মহীনতার পরিচয় দেওয়া হয়েছে।’
মাওলানা রুহুল ছাত্রদের সাহাবাদের অনুসরণে জীবন গড়ে ইসলাম, দেশ, জাতি ও মানবতার বৃহত্তর কল্যাণে যোগ্যতা অর্জনের আহ্বান জানান। তিনি আরো বলেন, মূর্তি অপসারণের দাবিতে আন্দোলনের ডাক এলে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন মোংলা উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০১৭-১৮ সেশনের জন্য মোংলা উপজেলা শাখার সভাপতি হিসেবে মুহাম্মদ রিয়াজুল ইসলাম, সহসভাপতি মু. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আবদুল আজিজ নোমান এবং পৌর সভাপতি হিসেবে এস এম আল আমিন, সহসভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ওহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা সভাপতি এইচ এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আল-আমীনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আলহাজ মাওলানা আ. আজিজ, পৌর সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু বকর, পৌর সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, উপজেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মু. রফিকুল ইসলাম, শ্রমিক নেতা রেজাউল করিম মৃধা, যুবনেতা ইউসুফ, সাবেক ছাত্রনেতা এস এম সালমান আশরাফী, ছাত্রনেতা মু. রিয়াজুল ইসলাম, মু. আ. আজিজ নোমান, কে এম মারুফ বিল্লাহ, মু. সাইফুল ইসলাম, মু. রবিউল ইসলাম, মু. ওহিদুল ইসলাম।