শেখ হাসিনা দেশ চালান শান্তির দর্শনে : যুবলীগের চেয়ারম্যান
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্রপরিচালনা করছেন তাঁর শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়নের’ ভিত্তিতে। যে দর্শনের মূল কথা হলো সব সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র জনগণ।
যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় যুবলীগের স্টল ‘যুবজাগরণ’ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় যুবলীগের চেয়ারম্যান এ কথা বলেন।
মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জনগণের রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আইনশৃঙ্খলা বাহিনী হবে জনগণের সেবক। কিন্তু ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের উল্টো যাত্রা শুরু হয়। জনগণের সেবক আইনশৃঙ্খলা বাহিনীকে বানানো হয় ক্ষমতাগ্রহণের হাতিয়ার, ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী। ফলে তারা কর্মদক্ষতা, দায়িত্ববোধ হারায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ করেছেন। আর এ কারণেই আজ দেশের এই গুরুত্বপূর্ণ অংশটি মেধা, দক্ষতায় এক অনন্য উদাহরণ হয়েছে।’
যুবলীগের চেয়ারম্যান আরো বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে বিগত চার-পাঁচ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সারা বিশ্বে অনুকরণীয়। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দৃঢ়চিত্ত নেতৃত্ব ও দিক নির্দেশনার কারণে। এই বাহিনীকে তিনি জনগণের কল্যাণে নিয়োজিত করেছেন। এটাই আজ দেশের শান্তির মূল ভিত্তি।’
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, স্থপতি নিখিল গুহ, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, সাজ্জাদ হায়দার লিটন, মোহাম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে যুবজাগরণের প্রকাশিত বই তুলে দেন।