বার্সায় মেসির ৪০০তম জয়
স্প্যানিশ প্রিমিয়ার লিগে বার্সেলোনার প্রতিপক্ষ বলতে কেবল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এদের মধ্যে আতলেতিকোকেই বেশি পছন্দ মেসির। গ্রিজম্যানদের বিপক্ষে ২২ সাক্ষাতে গুনে গুনে ২২ গোল করেছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে ২১টি করে গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০০৩ সালে পোর্তোর বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত বার্সার জার্সি গায়ে ৫৬৬ ম্যাচ খেলেছেন মেসি। গতকাল রোববার আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারানোর ম্যাচে ক্লাবের জার্সি গায়ে ৪০০তম ম্যাচে জয় তুলে নিলেন মেসি।
লা লিগায় ৩৬৯ ম্যাচ খেলে মেসি জিতেছেন ২৭৭ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে ১১২ ম্যাচ খেলে জিতেছেন ৬৬ ম্যাচে। ৬১টি কোপা দেল রের ম্যাচ খেলে ৪২টিতে জিতেছেন। ৪০০ জয়ের পাশাপাশি মেসি ১০২টি ড্রয়ের বিপরীতে হারের তেতো স্বাদ পেয়েছেন ৬৪ ম্যাচে। লেগানেসের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটিতে জোড়া গোল করে জয়ের সংখ্যাটা ৩৯৯-এ নিয়ে যান আর্জেন্টাইন তারকা।
গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লিগে নিজেদের অবস্থান আরো শক্ত করলেন মেসিরা। বার্সার হয়ে গোল করেন রাফিনহা ও লিওনেল মেসি। দিয়েগো গডিন আতলেতিকোর হয়ে এক গোল পরিশোধ করেন। ভিসেন্তে কালদেরনে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে খেলার ৬৪ মিনিটের মাথায় গোলের দেখা পায় বার্সেলোনা। সুয়ারেজের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনহা। ছয় মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। ৭০ মিনিটে সমতাসূচক গোল করেন গডিন।
খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সে সময় গোল করে বার্সার জয় নিশ্চিত করেন মেসি। এ জয়ে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।