নওগাঁয় কবিতা খানম
সংবিধান অনুসরণ করেই নির্বাচন
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আমরা আইন এবং সংবিধানকে অনুসরণ করে নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সাংবিধানিকভাবে যা যা করা দরকার তাই আমরা করব। নির্বাচন নিয়ে যাতে কোনো দলই প্রশ্ন তুলতে না পারে সেদিকে লক্ষ্য রেখেই নির্বাচন কমিশন কাজ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, নওগাঁ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেন প্রমুখ।
পরে নির্বাচন কমিশনার কবিতা খানম সার্ভার স্টেশন চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন।