রাস্তা ছেড়ে দেন, লাখ লাখ মানুষ রাস্তায় নামবে : নোমান
বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘একবার রাস্তা ছেড়ে দেন। একদিনের জন্য দেন।’ তিনি আরো বলেন, ‘লাখ লাখ মানুষ রাস্তায় নামবে। অভ্যুত্থান হবে। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন হবে।’
আজ রোববার চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উত্তর জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিনের স্মরণসভায় আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, ‘ওবায়দুল কাদের বলেন, বিএনপির শক্তি নাই মাঠে নামার। এখন বিএনপির শক্তি আছে কি নাই এটা পরীক্ষা করার সুযোগ আপনারা হেডমাস্টার আর স্কুলের মাস্টার হয়ে তো আমাদের দেন নাই। একবার রাস্তা ছেড়ে দেন। একদিনের জন্য দেন। ঘোষণা দিয়ে আমরা কিছু করব না। আমরা কোনো চাপ সৃষ্টি করব না, আমাদের হাতে লাঠি, ইট থাকবে না। লাখ লাখ মানুষ রাস্তায় নামবে। অভ্যুত্থান হবে। সে অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন হবে।’
স্মরণসভা কমিটির আহ্বায়ক আতিকুল ইসলাম লতিফির সভাপতিত্বে আয়োজিত সভায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন,কাদের গনি ও এম এ সবুর বক্তব্য দেন।