সেই শতক কী মনে পড়ছে নাসিরের?
ঠিক চার বছর আগে (৮ মার্চ) গলে শেষবার টেস্ট খেলেছিল বাংলাদেশ। আশরাফুল, মুশফিক ও নাসিরদের অসাধারণ সাফল্যে সেই টেস্টটা ড্র করতে পেরেছিলো বাংলাদেশ।
মুশফিকুর রহিম করেছিলেন তাঁর ক্যারিয়ারের ও বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি। আশরাফুলের ১৯০ রানের ইনিংসটা ছিল উদাহরণ দেওয়ার মতো। সেই টেস্টে দুই দল মিলে সেঞ্চুরি করেছিল ৮টি!
বাংলাদেশের প্রথম ইনিংসে চমৎকার একটি শতরানের ইনিংস খেলেছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। অবশ্য মুশফিক-আশরফুলের অসাধারণ দুটি ইনিংসের কারণে নাসিরের শত রানের ইনিংসটি অনেকটা চপা পড়ে গিয়েছিল।
আগের তুলনায় টেস্ট ক্রিকেটে নাসির এখন অনেক বেশি অভিজ্ঞ ও পরিপক্ব হয়েছেন। তা ছাড়া ঘরোয়া ক্রিকেটেও ভালো করে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে জাতীয় লিগে একটি ডাবল সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন।
অথচ সেই নাসির জাতীয় দলে উপেক্ষিত। নিউজিল্যান্ড ও ভারত সফরের পর এবার শ্রীলঙ্কা সফরের টেস্ট দলেও উপেক্ষিত হয়েছেন তিনি।
গলে যখন আবার বাংলাদেশ খেলছে তখন, নাসির অনেকটা দর্শক হয়ে রয়েছেন। টেস্ট উপেক্ষিত এই প্রতিভাবান ক্রিকেটার এবার সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন কি না সেটাই এখন দেখার। তবে নিশ্চই সেই শতরানের কথা তাঁর মনে পড়ছে। এবার দলে থাকলে হয়তো ভালো কিছু করতে পারতেন।