ইউপি নির্বাচনে প্রার্থীর নাম আহ্বান আওয়ামী লীগের
নির্বাচন কমিশন ঘোষিত ৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নে তৃণমূলের কাছে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা চেয়েছে আওয়ামী লীগ। তালিকাগুলো কেন্দ্রে পাঠানোর কথা বলা হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট ৩১টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ এপ্রিল দেশের ৩১টি জেলার মোট ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলাগুলোর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের আগামী ১৫ মার্চের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনজন করে আগ্রহী প্রার্থীর নামের তালিকা পাঠাতে হবে।