আনন্দদিন ম্যাগাজিনের প্রচ্ছদে বিদ্যা বালান
টালিগঞ্জের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি প্রথমবারের মতো নির্মাণ করেছেন হিন্দি চলচ্চিত্র ‘বেগমজান’। ছবিটি তাঁর বাংলায় নির্মিত ‘রাজকাহিনী’ চলচ্চিত্রের পুনঃনির্মাণ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডার্টি পিকচার খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। এ উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় আনন্দদিন ম্যাগাজিন বৈশাখের সংখ্যার প্রচ্ছদের জন্য বিদ্যা বালানকে নির্বাচিত করা হয়।
সম্প্রতি কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে প্রচ্ছদের ছবি তোলা হয়। ছবি তোলেন বাবন মুখার্জি। প্রচ্ছদ ছবির পাশাপাশি ম্যাগাজিনের এই সংখ্যায় বিদ্যা বালানকে নিয়ে থাকছে বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আনন্দদিন ম্যাগাজিনের সম্পাদক বাশারুল ইসলাম মুন্না। এ সময় বিদ্যা বালান আনন্দদিন ম্যাগাজিনের সেলিব্রেটি ক্যালেন্ডার গ্রহণ করেন।